স্বাস্থ সেবা :
প্রত্যাক মানুষ তাদের জিবন চলা ফেরার পথে তাদের স্বাস্থ বিষয়ে গুরুত্ব দেওয়া টা অতি জুরুরি। স্বাস্থ সেবা হলো সকল সূখের মুল। স্বাস্থ সেবাগত দিক থেকে আমাদের বৈরাটি ইউনিয়ন জেলা পর্যায় থেকে শুরু করে উপজেলাধীন পর্যায়ে স্বাস্থহাত সুবিধা ভোগ করতে সচ্ছলগামী নয়,কেননা আমাদের ইউনিয়ন আমাদের জেলা শহর থেতে অনেক হানী দুরুত্ব যার কারণে আমরা স্বাস্থগত দিক থেকে অনেকখানী বঞ্চিত।
দেখা যাচ্ছে আমাদের ইউনিয়ন পর্যায়ে কোন প্রকার স্বাস্থ কমপ্লেক্স না থাকায় কোন গুরুতর আহত রোগী উপজেলা পর্যায়ে গিয়ে জেলা পর্যায়ে যাওয়াকালীন রোগী কে বাচানো সম্ভব হয়ে দারাই না।
আমাদের ইউনিয়ন পর্যায়ে পল্লী চিকিৎসকদের দ্বারা আমরা যত টুকু পারী আমাদরে স্বাস্থ বিষয়ে সেবা যত্ন নিয়ে থাকি।
আমাদের ইউনিয়নের বেশির ভাগ গ্রাম গুলী দেখা যাচ্ছে পল্লী চিকিৎসাধীন কার্যালয় থেকে অনেক দুরুত্ব হওয়ার কারণে বেশির ভাগ পল্লি চিকিৎসক আমাদরে গ্রামে গ্রামে গিয়ে চিকিৎসা দিয়ে থাকেন এবং আমরা ফোনের মাধ্যমে যে কেনা পল্লী চিতকৎসক এর সাথে যোগাযোগ করে সেবা নিতে পারি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস